ইতালির ডলোমাইট পর্বতমালায় শনিবার বিকেলে তুষারধসে ১৭ বছর বয়সি এক কিশোরীসহ পাঁচজন জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২ নভেম্বর) ইতালির আল্পসের উদ্ধার পরিষেবাগুলো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পর্বতে উদ্ধার পরিষেবা সংস্থা জানায়, দুইটি পর্বতারোহী দল উত্তর-পূর্বাঞ্চলীয় সাউথ টাইরোল অঞ্চলের সুইস সীমান্তের কাছে একটি পাহাড়ে তুষারের প্রবল ধাক্কায় আক্রান্ত হয়। প্রথম দলটির মধ্যে তিনজন তুষারের নিচে সম্পূর্ণ চাপা পড়ে যায়। ওই তিনজনই মারা গেছেন।
দ্বিতীয় দলের চারজনের মধ্যে দুইজন আশ্রয়ের জায়গা পেয়ে প্রাণে বেঁচে যান। আজ সকালে উদ্ধার করা হয় অপর দুইজন পর্বতারোহীর মরদেহ-একজন বাবা এবং তার ১৭ বছর বয়সী কন্যা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
আজ রবিবার (২ নভেম্বর) ইতালির আল্পসের উদ্ধার পরিষেবাগুলো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পর্বতে উদ্ধার পরিষেবা সংস্থা জানায়, দুইটি পর্বতারোহী দল উত্তর-পূর্বাঞ্চলীয় সাউথ টাইরোল অঞ্চলের সুইস সীমান্তের কাছে একটি পাহাড়ে তুষারের প্রবল ধাক্কায় আক্রান্ত হয়। প্রথম দলটির মধ্যে তিনজন তুষারের নিচে সম্পূর্ণ চাপা পড়ে যায়। ওই তিনজনই মারা গেছেন।
দ্বিতীয় দলের চারজনের মধ্যে দুইজন আশ্রয়ের জায়গা পেয়ে প্রাণে বেঁচে যান। আজ সকালে উদ্ধার করা হয় অপর দুইজন পর্বতারোহীর মরদেহ-একজন বাবা এবং তার ১৭ বছর বয়সী কন্যা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
