ATN
শিরোনাম
  •  

সংস্কারের প্রশ্নে আমরা আপোস করব না: ডা. তাহের

         
সংস্কারের প্রশ্নে আমরা আপোস করব না: ডা. তাহের

সংস্কারের প্রশ্নে আমরা আপোস করব না: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের জন্য সংস্কার অপরিহার্য— এবং এ বিষয়ে তার দল কোনো আপোস করবে না। বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য এবং উন্নয়নের জন্যসংস্কার অপরিহার্য। সংস্কারের প্রশ্নে আমরা কোনো আপোস করব না।

আজ রবিবার (২ নভেম্বর) কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট: ফ্যাসিবাদের কালো থাবা ও ভবিষ্যৎ বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি হিসেবে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো বিকল্প নেই। বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে সুসংহত করতে জামায়াতে ইসলামী তিনধাপের প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারাবদ্ধ— সংস্কার, বিচার ও নির্বাচন। ফেব্রুয়ারিতে আমাদের প্রথম অগ্রাধিকার সংস্কার, দ্বিতীয় বিচার এবং তৃতীয় অগ্রাধিকার হবে জনগণের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা।

তিনি সতর্ক করে বলেন, ক্ষমতা কেন্দ্রীভূত করার যেকোনো প্রচেষ্টা ফ্যাসিবাদের জন্ম দিতে পারে। ফ্যাসিবাদ আকাশ থেকে পড়ে না, এটি জন্ম নেয় যখন অতিরিক্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়। বাংলাদেশের জনগণ সেই ব্যবস্থা পরিবর্তন চায়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে জামায়াতের নায়েবে আমির বলেন, আপনি যদি এই সংস্কারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করেন, তবে বাংলাদেশের ইতিহাসে আপনাকে এক অসাধারণ নেতা হিসেবে স্মরণ করা হবে। আমরা আপনাকে বীর হিসেবে দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করা নয়, বরং দেশের স্বার্থে কাজ করা।

উপদেষ্টা পরিষদকে জাতীয় কল্যাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় আপস বা বিভ্রান্তি সৃষ্টি হলে দেশ আবারও অনিশ্চয়তার দিকে ধাবিত হতে পারে। আমাদের অঙ্গীকার জনগণের প্রতি। যদি আপসের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়, তবে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়ে যাবে এবং দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ