ATN
শিরোনাম
  •  

বসুন্ধরায় আমেরিকান ওয়েলনেস সেন্টার (AWC) এর নতুন শাখা উদ্বোধন

         
বসুন্ধরায় আমেরিকান ওয়েলনেস সেন্টার (AWC) এর নতুন শাখা উদ্বোধন

আমেরিকান ওয়েলনেস সেন্টার (AWC)-এর নতুন শাখা

আধুনিক বিজ্ঞানভিত্তিক উপায়ে স্বাস্থ্য ও সুস্থতার নতুন অধ্যায় রচনা করতে বসুন্ধরায় উদ্বোধন হলো আমেরিকান ওয়েলনেস সেন্টার (AWC)-এর নতুন শাখা। এডব্লিউসি বরাবরই ফাংশনাল ইন্টিগ্রেটিভ মেডিসিন এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রচারে নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে।

১ নভেম্বর, শুক্রবার আমেরিকান ওয়েলনেস সেন্টার (AWC)-এর নতুন এই শাখাটি বসুন্ধরা ও আশপাশের বাসিন্দাদের জন্য উন্নত মানের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল কেয়ার নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো: মাহবুবুল হক এবং সঞ্চালনা করেন উপদেষ্টা মুহাম্মদ ইমতিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের The Center of Integrative Medicine-এর কনসালট্যান্ট ও AWC’র ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এম. মজিবুল হক।

ছবি
ড. হক তার স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বই সুস্থতার মূলমন্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, ‘স্বাস্থ্য শুধু রোগমুক্ত থাকা নয়; এটি একটি জীবনধারা, একটি জার্নি। আমাদের লক্ষ্য হলো মানুষকে এমন এক জীবনযাপনে উদ্বুদ্ধ করা, যেখানে ওষুধের উপর নির্ভরতা কমে গিয়ে শরীরের স্বাভাবিক প্রতিরোধশক্তি সক্রিয় হয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আতিক আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের যুগ্ম সচিব মুশাররাত জেবিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. নিজাম উদ্দিন, সাদিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম ইয়াসিন আলী, সেন্ট্রাল মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম পাটোয়ারী, ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম এবং এডব্লিউসি বসুন্ধরা শাখার প্রধান মো: আজিজুল হকসহ প্রমুখ।

এডব্লিউসি কর্তৃপক্ষ জানান, বসুন্ধরার এই নতুন শাখায় ফাংশনাল ইন্টিগ্রেটিভ মেডিসিন অনুযায়ী থাকবে নিউট্রিশনাল গাইডলাইন, হরমোন ব্যালান্স, ডিটক্স থেরাপি, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং রোগের মূল কারণভিত্তিক চিকিৎসা পরামর্শ। প্রতিষ্ঠানটি আশা করছে, এটি বাংলাদেশের সমন্বিত চিকিৎসা অঙ্গনে একটি মাইলফলক হয়ে উঠবে।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ