আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন কেইন উইলিয়ামসন
টি-টোয়েন্টিকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দেয়া এক বার্তায় উইলিয়ামসন তার সতীর্থ ও টিম মেনেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।
বয়স ৩৫, কিন্তু ক্রিকেটে এখনও অন্তপ্রান ব্লাকক্যাপসদের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। ২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় এ ব্যাটারের। দেশের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৭৫টি ম্যাচে দলকে দিয়েছেন নেতৃত্ব। উইলিময়াসনের নেতৃত্বেই ২০২১ বিশ্বকাপে ফাইনালে খেলে নিউজিল্যান্ড। ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালেও ওঠে কিউইরা।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে উইলিয়ামসন ৩৩ গড়ে করেছেন ২,৫৭৫ রান, ১৮টি অর্ধশতকসহ। এর মধ্যে ২০২১ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করেছিলেন। এই সংস্করণে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উইলিয়ামসন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ৪ মাস বাকি। অভিজ্ঞ উইলিয়ামসনকে রেখেই টি টোয়েন্টি স্কোয়াড সাজানোর পরিকল্পনাও করেছিলো টিম মেনেজমেন্ট। কিন্তু হঠাৎ করেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেয়ার কারনটাও জানিয়েছেন অভিজ্ঞ এ ব্যটার। তরুণদের প্রস্তুত হওয়ার সুযোগ দিতেই এমন কঠোর সিদ্ধান্ত হাসতে হাসতে নিয়েছেন উইলিয়ামসন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর উইলিয়ামসন পারিবারিক দায়িত্ব, ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা আর চোট মিলিয়ে তিনি জাতীয় দলে অনেকটাই অনিয়মিত। সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসন ইনজুরির কারণে ছিলেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন।
রিপোর্ট : কা/টুবন
বয়স ৩৫, কিন্তু ক্রিকেটে এখনও অন্তপ্রান ব্লাকক্যাপসদের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। ২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় এ ব্যাটারের। দেশের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ৭৫টি ম্যাচে দলকে দিয়েছেন নেতৃত্ব। উইলিময়াসনের নেতৃত্বেই ২০২১ বিশ্বকাপে ফাইনালে খেলে নিউজিল্যান্ড। ২০১৬ ও ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালেও ওঠে কিউইরা।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে উইলিয়ামসন ৩৩ গড়ে করেছেন ২,৫৭৫ রান, ১৮টি অর্ধশতকসহ। এর মধ্যে ২০২১ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করেছিলেন। এই সংস্করণে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নিউজিল্যান্ড ক্রিকেটের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উইলিয়ামসন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র ৪ মাস বাকি। অভিজ্ঞ উইলিয়ামসনকে রেখেই টি টোয়েন্টি স্কোয়াড সাজানোর পরিকল্পনাও করেছিলো টিম মেনেজমেন্ট। কিন্তু হঠাৎ করেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেয়ার কারনটাও জানিয়েছেন অভিজ্ঞ এ ব্যটার। তরুণদের প্রস্তুত হওয়ার সুযোগ দিতেই এমন কঠোর সিদ্ধান্ত হাসতে হাসতে নিয়েছেন উইলিয়ামসন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর উইলিয়ামসন পারিবারিক দায়িত্ব, ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততা আর চোট মিলিয়ে তিনি জাতীয় দলে অনেকটাই অনিয়মিত। সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসন ইনজুরির কারণে ছিলেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যাবেন উইলিয়ামসন।
রিপোর্ট : কা/টুবন
