মেক্সিকোর একটি সুপারশপে ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২৩
মেক্সিকোর সোনোরা রাজ্যের একটি সুপারশপে ভয়াবহ আগুনে শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির শেষ মুহুর্তে স্থানীয় সময় শনিবার মেক্সিকোর হারমোসো শহরের কেন্দ্রস্থলে ঘটে এ দুর্ঘটনা।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সোনোরা রাজ্যের হারমোসোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে বিস্ফোরণ ঘটে আগুন লাগে। এতে আহত হয়েছে আরও ১১ জন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনই শিশু।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত না হলেও স্থানীয় গণমাধ্যমের ধারণা, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে।
মেক্সিকান রেড ক্রসের প্রেসিডেন্টের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এই ঘটনাকে কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ড নয় বলে জানিয়েছেন।
রিপোর্ট : সা. সি/টুবন
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সোনোরা রাজ্যের হারমোসোর কেন্দ্রে ওয়াল্ডোর একটি আউটলেটে বিস্ফোরণ ঘটে আগুন লাগে। এতে আহত হয়েছে আরও ১১ জন।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনই শিশু।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত না হলেও স্থানীয় গণমাধ্যমের ধারণা, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে।
মেক্সিকান রেড ক্রসের প্রেসিডেন্টের বরাত দিয়ে স্থানীয় রেডিও স্টেশন উনিরাডিও সোনোরো জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর এবং দুইজন কিশোরী। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ এই ঘটনাকে কোনো হামলা বা সহিংস কর্মকাণ্ড নয় বলে জানিয়েছেন।
রিপোর্ট : সা. সি/টুবন
