পটুয়াখালীর পানপট্টি বাজারে ২ ঘণ্টায় বিক্রি কোটি টাকার মাছ
পটুয়াখালীর ঐতিহ্যবাহী পানপট্টি মাছ বাজারে এসেছে বৈচিত্র। কমছে গুটিকয়েক ক্রেতা-বিক্রেতার ওপর নির্ভরশীলতা। মাত্র ২ ঘণ্টার বাজারে বিক্রি হয় কোটি টাকার মাছ।
আগুনমুখা নদীর তীরে গড়ে উঠেছে পটুয়াখালীর পানপট্টি মাছের বাজার। অর্ধশত বছর আগে স্থানীয় অল্প কিছু ক্রেতা-বিক্রেতার মাধ্যমে এ হাটের সূচনা হয়। সময়ের সাথে সাথে বাজারটি বৃহত্তর পাইকারি মাছ বাজারে রূপ নিয়েছে। ভোর হলেই আগুনমুখা, রামনাবাদ ও তেতুঁলিয়া নদীর জেলেরা মাছ নিয়ে আসেন পানপট্টি হাটে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরগরম থাকে এই হাট। পানপট্টি মাছের বাজারে মাত্র ২ ঘণ্টায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়।
তবে ভাঙন কবলিত এলাকা হওয়ায় দুশ্চিন্তায় থাকেন জেলা, পাইকার ও ব্যবসায়ীরা। তারপরও স্থানীয়দের কাছে বাজারটি হয়ে উঠেছে অর্থ উর্পাজনের অন্যতম একটি উৎস।
রিপোর্ট : অ/টুবন
আগুনমুখা নদীর তীরে গড়ে উঠেছে পটুয়াখালীর পানপট্টি মাছের বাজার। অর্ধশত বছর আগে স্থানীয় অল্প কিছু ক্রেতা-বিক্রেতার মাধ্যমে এ হাটের সূচনা হয়। সময়ের সাথে সাথে বাজারটি বৃহত্তর পাইকারি মাছ বাজারে রূপ নিয়েছে। ভোর হলেই আগুনমুখা, রামনাবাদ ও তেতুঁলিয়া নদীর জেলেরা মাছ নিয়ে আসেন পানপট্টি হাটে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরগরম থাকে এই হাট। পানপট্টি মাছের বাজারে মাত্র ২ ঘণ্টায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়।
তবে ভাঙন কবলিত এলাকা হওয়ায় দুশ্চিন্তায় থাকেন জেলা, পাইকার ও ব্যবসায়ীরা। তারপরও স্থানীয়দের কাছে বাজারটি হয়ে উঠেছে অর্থ উর্পাজনের অন্যতম একটি উৎস।
রিপোর্ট : অ/টুবন
