ATN
শিরোনাম
  •  

রাজধানীতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া

         
রাজধানীতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া

বি-বাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

পিআর, গণভোট, জুলাই জাতীয় সনদসহ নানা ইস্যুতেই অন্তবর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সন্দেহ, সংশয়, অনেক ক্ষেত্রে আস্থার সংকটও তীব্র। তবে এর বাইরে রাজধানীতে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। আগাম প্রচারে সম্ভাব্য প্রার্থীরা দল এবং এলাকায় নিজেদের জানান দিচ্ছেন নানাভাবে।

এখনো তফসিল ঘোষণা হয়নি, তবে শুরু হয়ে গেছে মিছিল, মিটিং, নির্বাচনী শোডাউন। পোস্টার, ব্যানার, লিফলেটে যেন পুরোপুরি নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে চারদিকে।

ঢাকার ২০টি আসনের বেশ কয়েকটিতে প্রার্থীদের সবুজ সংকেত দিয়েছে বিএনপি, এমন আলোচনা গত কয়েকদিন ধরেই চলছে। অবশ্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা না হওয়ায় প্রতিটি আসনেই দলটির একাধিক প্রার্থী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন।

এদিক থেকে অনেকটা এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেশ আগেই ঢাকাসহ সারাদেশেই ৩০০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা দেয়ায় দলটির সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই নির্বাচনের মাঠে। যদিও পিআর এবং ডিসেম্বরের মধ্যে গণভোট না হলে নির্বাচন হতে না দেয়ার ঘোষণা আছে দলটির।

বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থীরাও প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই। নিজেদের অনেক শক্ত প্রার্থী থাকলেও যুগপথ আন্দোলনের শরীক দলগুলোকে ছাড় দিচ্ছে বিএনপি। অবশ্য নির্বাচনী আচরণ বিধি অনুয়ায়ী তারা এবার ধানের শীষ নিয়ে লড়তে পারবেন না।

ছোট ছোট অন্য রাজনৈতিক দলগুলোও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এনসিপি এখনো আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণায় নেই। দলটি একক নির্বাচনের কথা বলেও বিএনপি বা জামায়াত যে কোনো জোটের সঙ্গেই শেষ পর্যন্ত বোঝাপড়া হতে পারে।

রিপোর্ট : ম. ই. মি/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ