ATN
শিরোনাম
  •  

বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ

         
বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ

বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে থাকা বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস মাঠে যেমন ভালো করতে পারছে না, মাঠের বাইরে তেমনি নতুন বিতর্কে জড়িয়েছে দলটি। ক্লাবটির টিম ম্যানেজার এস.এম. ওয়াসিমুজ্জামানের বিরুদ্ধে কুয়েতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা ও দায়িত্বহীন আচরণের অভিযোগ তুলেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত।

সংগঠনের সাধারণ সম্পাদক আ হ জুবেদ অভিযোগ করেছেন, ম্যানেজারের ‘গাফিলতি’ ও সমন্বয়হীনতার কারণে কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের সংবাদ সংগ্রহের জন্য নির্ধারিত মিডিয়া কার্ড পাননি প্রেসক্লাবের অধিকাংশ সাংবাদিক। এমনকি তিনিও-যিনি প্রথম ওয়াসিমুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিলেন-কার্ড থেকে বঞ্চিত হয়েছেন।

জুবেদ জানান, বসুন্ধরা কিংস কুয়েতে আসার দেড় মাস আগেই তিনি ক্লাবের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিকদের সহায়তা করার প্রস্তাব দেন। তখন ওয়াসিমুজ্জামান সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দল কুয়েতে আসার পর সাংবাদিকদের ফোন বা তথ্যের জবাব দিতে গড়িমসি করেন।

সাংবাদিকদের দাবি, ওয়াসিমুজ্জামান ও সহকারী ম্যানেজার রক্সি একাধিকবার সময় দিলেও নির্ধারিত সময়ে মিডিয়া কার্ড দেওয়া হয়নি। খেলার দিন মাঠে গিয়েও সাংবাদিকরা প্রবেশাধিকার পাননি। মাঠ কর্তৃপক্ষ পরে জানায়, বসুন্ধরা কিংসের ম্যানেজারকে পাঁচটি মিডিয়া কার্ড দেওয়া হয়েছিল, তবে কারা সেগুলো পেয়েছেন, তা পরিষ্কার নয়।

আ হ জুবেদ বলেন, “বাংলাদেশের মূলধারার অনেক সাংবাদিক প্রেসক্লাব কুয়েতের সদস্য, অথচ আমাদের সংগঠনের সঙ্গে অফিসিয়াল ইমেল যোগাযোগের পরও তারা এমন আচরণ করলো-এটা অত্যন্ত দুঃখজনক।”

ওয়াসিমুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, “কার্ড পাইয়ে দেওয়া আমাদের দায়িত্ব নয়, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।” তবে মাঠ কর্তৃপক্ষের তথ্যের সঙ্গে তার বক্তব্যের অমিল ধরা পড়েছে।

টিম ম্যানেজারের এ আচরণে কুয়েত প্রবাসী সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ