ATN
শিরোনাম
  •  

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন

         
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। তাই চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে এখন তাদের সামনে একটিই লক্ষ্য-সম্মান রক্ষা এবং হোয়াইটওয়াশ এড়ানো। লিটন দাসের নেতৃত্বে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামছে টাইগাররা, বিপক্ষে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ।

দলের ব্যাটিং ব্যর্থতা আবারও প্রধান আলোচ্য বিষয়। বোলাররা ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও ব্যাটাররা হতাশ করছে কোচিং স্টাফদের। আগের ম্যাচে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন জাকের আলি অনিক-তার একাদশে স্থান নেওয়ার সম্ভাবনা এখন কম।

এদিকে ব্যাট হাতে রান না পাওয়ায় শামীম পাটোয়ারীও বাদ পড়তে পারেন। তার জায়গায় ফিরতে পারেন নুরুল হাসান সোহান। বিশ্রাম পেতে পারেন পেসার তাসকিন আহমেদ, এবং সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

স্পিন বিভাগেও পরিবর্তন আসতে পারে। জাকের আলির জায়গায় ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। এছাড়া তাওহীদ হৃদয়ের পরিবর্তে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:
ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ