ATN
শিরোনাম
  •  

১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো ভারত ও যুক্তরাষ্ট্র

         
১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো ভারত ও যুক্তরাষ্ট্র

১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো ভারত ও যুক্তরাষ্ট্র

শুল্ক অস্থিরতার মধ্যেই ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো ভারত ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৩০ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে বৈঠকের পর এই চুক্তির কথা ঘোষণা করা হয়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পিট হেগসেথ লেখেন- এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।

এ চুক্তির ফলে দিল্লির সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন পিট হেগসেথ। তিনি বলেন, নয়াদিল্লির সঙ্গে সামরিক সম্পর্ক কখনও এতো শক্তিশালী ছিল না। দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা কৌশলগত সহযোগিতায় প্রভাব ফেলেনি। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এ প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।

রিপোর্ট : সা. সি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ