ভারতকে ফাইনালে তুলে অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেমিমা
নারী ওয়ানডেতে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন জেমিমা রড্রিগজ। ১৩৪ বলে তার অপরাজিত ১২৭ রানের ইনিংসটি ক্রিকেট ইতিহাস লিখে রাখলো চিরঅমলিন কালিতে।
নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতকে ম্যাচ জিতিয়ে আবেগমথিত, অশ্রুসিক্ত জেমিমা। সঞ্চালকের প্রশ্নে প্রথমে কথাই বলতে পারছিলেন না। পরে বলেন, মাঠে নামার পাঁচ মিনিট আগে জানেন, তাকে তিন নম্বরে ব্যাট করতে হবে। ১০০ করেও কেন উল্লাস করেননি, এর উত্তরে বলেন, পঞ্চাশ বা শতরানটা বিষয় নয়। ভারতকে জিতিয়ে আনারই লক্ষ্য ছিল তার। কারণ আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছে ভারত।
শুধু গুরুত্বপূর্ণ ম্যাচে হারই নয়, জেমিমার মনে পড়ে যায় তার খারাপ সময়ের কথাও। আগের বিশ্বকাপে বাদ পড়েন। এবারো ফর্ম ভালো যাচ্ছিল না। এই টুর্নামেন্টে এর আগে প্রায় প্রতিটি দিনই তিনি কেদেঁছেন।
ইনিংসের শেষের দিকে ভরসা রাখেন বাইবেলে। বাইবেলে বলা আছে শুধু শক্ত হয়ে দৃঢ়ভাবে দাঁড়াও, ঈশ্বর তোমার হয়ে লড়াই করবেন। তিনি তাই শান্ত থাকার চেষ্টা করেছেন।
নিজের মা-বাবা, সতীর্থদের এবং কোচকে পাশে পেয়েছেন, দর্শকরা উৎসাহিত করেছেন। সবার কাছে কৃতজ্ঞ জেমিমা।
জেমিমা চারদিক থেকে পাচ্ছেন অভিনন্দন ও ফাইনালের জন্য শুভকামনা। বাংলাদেশও উচ্ছ্বসিত। বাংলাদেশের পেসার মারুফা আক্তার ইনস্টাগ্রামে জেমিমাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জেমিমা দিদি, তুমি এতো সুন্দর খেলেছো যে ভাষায় প্রকাশ করতে পারছি না। ফাইনালেও তোমার জন্য শুভকামনা রইলো।
এই নাভি মুম্বাইয়েই রোববার অনুষ্ঠেয় ফাইনালে কে জিতবে? স্বাগতিক ভারত না দক্ষিণ আফ্রিকা? যে-ই জিতুক নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। কারণ ভারত এর আগে দুবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি। আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উঠেছে ফাইনালে।
রিপোর্ট : প. কু. / সা. সি
নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতকে ম্যাচ জিতিয়ে আবেগমথিত, অশ্রুসিক্ত জেমিমা। সঞ্চালকের প্রশ্নে প্রথমে কথাই বলতে পারছিলেন না। পরে বলেন, মাঠে নামার পাঁচ মিনিট আগে জানেন, তাকে তিন নম্বরে ব্যাট করতে হবে। ১০০ করেও কেন উল্লাস করেননি, এর উত্তরে বলেন, পঞ্চাশ বা শতরানটা বিষয় নয়। ভারতকে জিতিয়ে আনারই লক্ষ্য ছিল তার। কারণ আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরেছে ভারত।
শুধু গুরুত্বপূর্ণ ম্যাচে হারই নয়, জেমিমার মনে পড়ে যায় তার খারাপ সময়ের কথাও। আগের বিশ্বকাপে বাদ পড়েন। এবারো ফর্ম ভালো যাচ্ছিল না। এই টুর্নামেন্টে এর আগে প্রায় প্রতিটি দিনই তিনি কেদেঁছেন।
ইনিংসের শেষের দিকে ভরসা রাখেন বাইবেলে। বাইবেলে বলা আছে শুধু শক্ত হয়ে দৃঢ়ভাবে দাঁড়াও, ঈশ্বর তোমার হয়ে লড়াই করবেন। তিনি তাই শান্ত থাকার চেষ্টা করেছেন।
নিজের মা-বাবা, সতীর্থদের এবং কোচকে পাশে পেয়েছেন, দর্শকরা উৎসাহিত করেছেন। সবার কাছে কৃতজ্ঞ জেমিমা।
জেমিমা চারদিক থেকে পাচ্ছেন অভিনন্দন ও ফাইনালের জন্য শুভকামনা। বাংলাদেশও উচ্ছ্বসিত। বাংলাদেশের পেসার মারুফা আক্তার ইনস্টাগ্রামে জেমিমাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জেমিমা দিদি, তুমি এতো সুন্দর খেলেছো যে ভাষায় প্রকাশ করতে পারছি না। ফাইনালেও তোমার জন্য শুভকামনা রইলো।
এই নাভি মুম্বাইয়েই রোববার অনুষ্ঠেয় ফাইনালে কে জিতবে? স্বাগতিক ভারত না দক্ষিণ আফ্রিকা? যে-ই জিতুক নারী বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। কারণ ভারত এর আগে দুবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি। আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো উঠেছে ফাইনালে।
রিপোর্ট : প. কু. / সা. সি
