ATN
শিরোনাম
  •  

হ্যালোইনের রঙিন উৎসব বিশ্বজুড়ে

         
হ্যালোইনের রঙিন উৎসব বিশ্বজুড়ে

হ্যালোইনের রঙিন উৎসব বিশ্বজুড়ে

বিশ্বের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এক উৎসব হ্যালোইন। পশ্চিমা বিশ্বে বেশ জাঁকজমকতার সঙ্গে পালন করা হয় এ উৎসব।

অক্টোবরের শেষ দিনটিতে পালিত হয় এই হ্যালোইন উৎসব। সন্ধ্যার পর থেকে গোটা এলাকায় তৈরি হয় গা ছমছমে, রহস্যময় এক পরিবেশ। কেউ সাজায় বাড়ির সামনে প্রাচীন লণ্ঠনের মতো আলো, কেউ আবার মিষ্টিকুমড়া চিড়ে বানায় ভয়াবহ মুখাকৃতি।

দিনটি উদযাপন করতে কেউ কেউ চকলেট সংগ্রহ করে, কেউ আবার ভয় দেখায় অন্যকে। শুধু যুক্তরাষ্ট্রেই এই উৎসব ঘিরে হয় কোটি কোটি ডলারের বাণিজ্য। দেশটির নিউইয়র্কের ম্যানহাটনে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় হ্যালোইন প্যারেড, যেখানে হাজারো মানুষ অংশ নেন।

অনেক দেশে এই দিনটিকে ঘিরে থাকে বড় আলোকসজ্জা, আতশবাজি আর উৎসবের আমেজ। কোথাও কোথাও আবার সরকারি ছুটিও থাকে।

রিপোর্ট : সা. সি. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ