ATN
শিরোনাম
  •  

ছুটির দিনের বাজার পরিস্থিতি, স্বস্তি ক্রেতাদের মনে

         
ছুটির দিনের বাজার পরিস্থিতি, স্বস্তি ক্রেতাদের মনে

ছুটির দিনের বাজার পরিস্থিতি, স্বস্তি ক্রেতাদের মনে

সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে দাম। গত সপ্তাহেও রাজধানীর বাজারগুলোতে ৬০ টাকা কেজির কমে মিলতো না কোনো সবজি। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে এখন অস্বস্তি নেই আগের মতো তেমনটাই জানান এই সপ্তাহের ক্রেতারা। এতে স্বস্তি ক্রেতাদের মনে।

কয়েক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে, শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনটাই দেখা গেছে। বিশেষ করে শিম, ফুলকপি ও বাঁধাকপি দামের পতনের প্রভাব পড়েছে বরবটি, ঢেঁড়শ, পটলসহ, চিচিঙ্গা, ঝিঙ্গাসহ অন্যান্য সবজিতেও।

রাজধানীর পলাশী বাজার ঘুরে দেখা গেছে, বাজার ঘুরে দেখা গেছে, শিম এখন ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। উচ্ছে, ঝিঙা, মূলা, টমেটো, শসা-সবকিছুর দামও ২০–৪০ টাকা কমেছে। এছাড়া আলু ২০ টাকা, কাঁচা পেঁপে ও কচুর মুখি ৩০ থেকে ৪০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ কেনা যাচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা দরে। অস্থিতিশীল বাজারের একমাত্র কারণ হিসেবে কৃষক এবং বিক্রেতার মাঝে মধ্যস্বস্তভোগীদের দায়ী করেন সচেতন নাগরিকেরা।

এদিকে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি এখন ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি জাতের মুরগি আগের দামেই কেজি ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া আগের দরেই বেচাকেনা হচ্ছে গরুর মাংস, প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা।

এই সপ্তাহে স্বস্তি মিলছে মাছ, মাংস ও ডিমের বাজারেও। ইলিশ মাছ বাদ অন্য মাছের দাম গত সপ্তাহের তুলনায় কম বলে জানান বিক্রেতারা।

এছাড়া ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে ১২৫–১৩০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর শেরে বাংলা নগরের মানিক মিয়া এভিনিউয়ে দেখা মেলে কৃষক বাজারের। সপ্তাহে একদিন বসে এই বাজার। সেখানে গিয়ে দেখা গেলো সবজিসহ অনান্য নিত্যপণ্যের দাম অন্য বাজারের তুলনায় কম। এই বাজারে এসে স্বস্তি প্রকাশ করেন সেখানকার ক্রেতারা।

রিপোর্ট : সা. জা. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ