দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। হস্তান্তরের পর ফরেনসিক পরীক্ষায় তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন আমিরাম কুপার, আরেকজন হলেন সারাহ বারুচ। ২০২৩ সালের ৭ অক্টোবর তাদেরকে কিবুতজ এলাকা থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাসের সদস্যরা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, যুদ্ধে নিহত ৩৬০ ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরত পাওয়ার বিনিময়ে ২৮ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ১৫টি মৃতদেহ হস্তান্তর করেছে তারা। ইসরায়েলের দাবি, হামাস বাকি মৃতদেহগুলো ফেরত দিতে ধীরগতি দেখাচ্ছে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে।
জিম্মিদের মরদেহ ফেরত দিতে দেরি করার অভিযোগে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ১০৯ ফিলিস্তিনি নিহত হয়।
রিপোর্ট : শা. / সা. সি
মৃত ব্যক্তিরা হলেন আমিরাম কুপার, আরেকজন হলেন সারাহ বারুচ। ২০২৩ সালের ৭ অক্টোবর তাদেরকে কিবুতজ এলাকা থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাসের সদস্যরা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, যুদ্ধে নিহত ৩৬০ ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরত পাওয়ার বিনিময়ে ২৮ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ১৫টি মৃতদেহ হস্তান্তর করেছে তারা। ইসরায়েলের দাবি, হামাস বাকি মৃতদেহগুলো ফেরত দিতে ধীরগতি দেখাচ্ছে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে।
জিম্মিদের মরদেহ ফেরত দিতে দেরি করার অভিযোগে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ১০৯ ফিলিস্তিনি নিহত হয়।
রিপোর্ট : শা. / সা. সি
