ATN
শিরোনাম
  •  

মাকে লেখা চিঠি শতবর্ষ পর পৌঁছাল গন্তব্যে

         
মাকে লেখা চিঠি শতবর্ষ পর পৌঁছাল গন্তব্যে

মাকে লেখা চিঠি শতবর্ষ পর পৌঁছাল গন্তব্যে

এক শতাব্দীরও বেশি সময় পর অবশেষে গন্তব্যে পৌঁছাল প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া দুই অস্ট্রেলিয়ান সৈন্যের মাকে লেখা চিঠি।

১৯১৬ সালে বোতলে ভরে সমুদ্রে ভাসানো সেই চিঠি সম্প্রতি দক্ষিণ-পশ্চিম অস্ট্রেলিয়ার হোয়ার্টন সৈকতে পাওয়া গেছে।

স্থানীয় নারী ডেব ব্রাউন ও তার পরিবার সৈকত পরিষ্কারের সময় বোতলটি খুঁজে পান। মোটা, স্বচ্ছ কাচের বোতলটির ভেতরে ছিল দুটি অক্ষত চিঠি, যার তারিখ ১৫ আগস্ট ১৯১৬।

চিঠিদাতা সৈন্যরা ছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল (২৮) ও প্রাইভেট উইলিয়াম হার্লি (৩৭)-দু’জনেই ফ্রান্সগামী জাহাজ এইচএমএটি এ৭০ ব্যালারেট-এর যাত্রী।

ম্যালকম নেভিল তাঁর মাকে লিখেছিলেন- “আমরা সত্যিই ভালো আছি, খাবারও ভালো, আর আমরা খুবই খুশি।” কিন্তু চিঠি লেখার কয়েক মাস পরই নেভিল যুদ্ধক্ষেত্রে নিহত হন।
অন্যদিকে হার্লি দু’বার আহত হলেও জীবিত ফিরে আসেন এবং ১৯৩৪ সালে ক্যান্সারে মারা যান।

বোতলটি হাতে পেয়ে ব্রাউন পরিবার সৈন্যদের বংশধরদের খুঁজে বের করেন এবং চিঠি হস্তান্তর করেন।

হার্লির নাতনি অ্যান টার্নার বলেন, “এটি একেবারে অলৌকিক মনে হচ্ছে-মনে হচ্ছে দাদু যেন অতীত থেকে আমাদের দিকে হাত বাড়িয়েছেন।”

নেভিলের ভাগ্নে হার্বি নেভিল বলেন, “এই চিঠি আমাদের পরিবারকে একত্র করেছে। তিনি সত্যিই সাহসী মানুষ ছিলেন।”

গবেষকরা মনে করছেন, বোতলটি শত বছর ধরে সৈকতের বালির নিচে চাপা ছিল এবং সাম্প্রতিক ঢেউয়ে উপরে উঠে এসেছে। এই আবিষ্কার ইতিহাসপ্রেমী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ