ATN
শিরোনাম
  •  

হারিকেন মেলিসার আঘাতে নিহত বেড়ে ৪৪

         
হারিকেন মেলিসার আঘাতে নিহত বেড়ে ৪৪

হারিকেন মেলিসার আঘাতে নিহত বেড়ে ৪৪

শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। জ্যামাইকায় ১৯ ও হাইতিতে ২৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে।

উত্তর ক্যারিবীয় অঞ্চলের বেশিরভাগ অংশজুড়ে ধ্বংসযজ্ঞ চালায় মেলিসা। ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এরইমধ্যে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি ওয়ানে পরিণত হয়েছে। বাহমা দীপপুঞ্জের পর বারমুডা অতিক্রম করেছে মেলিসা। তবে তেমন বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। জ্যামাইকা ও হাইতিতে নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

ঝড়ের ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে বহু কাঁচাপাকা ঘরবাড়ি। পশ্চিম ক্যারিবিয়ান জুড়ে ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেলিসা পূর্ব কিউবায়ও আঘাত হেনেছে। যেখানে প্রায় ৭ লাখ ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

রিপোর্ট : শা. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ