ATN
শিরোনাম
  •  

কাল থেকেই কার্যকর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

         
কাল থেকেই কার্যকর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

কাল থেকেই কার্যকর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা কার্যকর হচ্ছে। আগামীকাল ১ নভেম্বর থেকে তাদের মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৮ অক্টোবর এ-সংক্রান্ত নির্দেশনা চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে এই ভাতার সঙ্গে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হবে, ফলে তখন মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

তবে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করা হয়েছে, পরবর্তী বেতন স্কেলে অতিরিক্ত সুবিধা সমন্বয় করতে হবে, সরকারি নীতিমালা ও প্রজ্ঞাপন মেনে চলতে হবে, এবং এই সুবিধার জন্য কোনো বকেয়া প্রদান করা হবে না।

এছাড়া, ব্যয়ে অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের পর সরকার তাদের মূল বেতনের ওপর ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দিতে সম্মতি জানায়।
অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় এবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত নির্দেশ দিয়েছে।

ফলে ১ নভেম্বর থেকেই নতুন হারে বাড়িভাড়া ভাতা পাচ্ছেন দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ