ATN
শিরোনাম
  •  

তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে বড় রদবদল করবে নির্বাচন কমিশন

         
তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে বড় রদবদল করবে নির্বাচন কমিশন

তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে বড় রদবদল করবে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন সাজাতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে গতকাল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেয় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে বড় রদবদল আনা হবে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটকেন্দ্র সংস্কার, পার্বত্য এলাকায় হেলিপ্যাড নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সহজীকরণ, এবং আচরণবিধি প্রতিপালনে পর্যাপ্ত নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া ফেব্রুয়ারিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি যেন নির্বাচনের সঙ্গে না মিলে- সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলা হয়েছে।

আখতার আহমেদ আরও বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগেভাগে প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পূর্ণাঙ্গ প্যানেল তৈরির কাজও চলছে।

১৬ নভেম্বর পোস্টাল ব্যালটের জন্য একটি অ্যাপ উদ্বোধন করবে নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, ভোটার সচেতনতা বাড়াতে বাংলাদেশ টেলিভিশন ও সংসদ টিভির সহযোগিতায় প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।

অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যয়ে সাশ্রয়ী নির্বাচনী বাজেট তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ