ATN
শিরোনাম
  •  

ঠাকুরগাওয়ের গ্রামে আইডি ও সেল নাম্বার ক্লোন চক্র

         
ঠাকুরগাওয়ের গ্রামে আইডি ও সেল নাম্বার ক্লোন চক্র

ঠাকুরগাওয়ের গ্রামে আইডি ও সেল নাম্বার ক্লোন চক্র

গ্রামের তরুণরাও জড়িয়ে পড়েছে টেলিগ্রাম আইডি ফাঁদের আন্তর্জাতিক চক্রে। ঠাকুরগাঁওয়ের একটি গ্রামের তরুণরা নিষিদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করছে ভার্চুয়াল সেল নম্বর। যা বিক্রি করা হচ্ছে আন্তর্জাতিক প্রতারক চক্রের কাছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য চলে যাচ্ছে তাদের হাতে। ফলে, ঘটছে জাতীয়-আন্তর্জাতিক নানা সাইবার অপরাধ।

ঠাকুরগাঁও সদর উপজেলার লস্করা গ্রাম। টেলিগ্রামে ক্লোন আইডি তৈরির আন্তর্জাতিক সাইবার ক্রাইম চক্রের সাথে জড়িয়ে পড়েছে এই গ্রামের তরুণরা। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধান। গ্রামটিতে গিয়ে দেখা গেল— মোবাইল ফোন হাতে ব্যস্ত কয়েকজন তরুণ। দিন-রাত উজাড় করে দিচ্ছে তারা।

দ্রুত হাতে টেলিগ্রাম আইডি স্ক্যাম করছে এই তরুণরা। জানতে চাইলে, ক্লোন আইডি তৈরি এবং তা বিক্রি করে আয় করার সরল স্বীকারোক্তি তাদের। দেশি-বিদেশি নাগরিকদের সেল নাম্বারের ভার্চুয়াল নাম্বার তৈরি করে বিক্রি করে তারা। তবে কী কাজে ব্যবহার এসব আইডি ও নম্বর, তারা জানে না।

অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের মূল হোতা সুমন ইসলাম। তার বাড়ি সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে। বাবা সুরুজ ইসলাম পেশায় ড্রাইভার। নুন আন্তে পান্তা ফুরানো সুমন বনে গেছেন কোটিপতি। বানিয়েছেন বাড়ি, জমি আর মার্কেট । চার ব্যাংক একাউন্টে লেনদেন পেরিয়েছে কোটি টাকা। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে ছেড়েছেন এলাকা।

স্ক্যাম-ভার্চুয়াল নম্বর বিক্রি সাইবার অপরাধ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

রিপোর্ট : শা. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ