ATN
শিরোনাম
  •  

ঢাকায় প্রার্থী হবেন কারা, চূড়ান্ত করে ফেলেছে বিএনপি

         
ঢাকায় প্রার্থী হবেন কারা, চূড়ান্ত করে ফেলেছে বিএনপি

ঢাকায় প্রার্থী হবেন কারা, চূড়ান্ত করে ফেলেছে বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকায় প্রার্থী হবেন কারা, প্রায় শতভাগ চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশি থাকলেও প্রার্থী বাছাইয়ে প্রাধান্য পেয়েছে তারুণ্য, সাংগঠনিক দক্ষতা, বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব। তবে জোটের শরীকদের আসন ছেড়ে দিয়েছে বিএনপি কৌশলগত কারণে। গুটি কয়েক আসন নিয়ে জটিলতা থাকলেও খুব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ঢাকার ২০টি আসনের প্রার্থীদের নাম।

তফসিলের আগেই ৩ শ আসনে প্রার্থী যাচাই বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে বিএনপির। খুব শিগগিরই মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা হবে। এর মধ্যে রাজধানীর ঢাকার বেশিরভাগ আসনেই সম্ভাব্য প্রার্থীরা গ্রিণ সিগন্যাল পেয়ে গেছেন। বাকি আসনগুলোতে একাধিক প্রার্থী এবং জোটের শরীকদের দিয়ে দেয়া নিয়ে আলোচনা চলমান ।

ঢাকায় বিএনপির সবচেয়ে চমক থাকছে ঢাকা- ১৪ আসনে। বিগত আন্দোলন সংগ্রামে পরীক্ষিত অনেক নেতা থাকলেও দল বেছে নিচ্ছে ‘মায়ের ডাক’ আন্দোলনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলিকে।

এছাড়া ঢাকায় বেশ আগে থেকেই দলীয় হাই কমান্ডের নির্দেশনা পেয়েছেন সিনিয়র নেতারা। ঢাকা ২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা ৩ এ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস। ঢাকা ৯ আসনটিতে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস মনোনয়ন চাইলেও এক পরিবারে একজন সদস্য মনোনয়ন নীতির কারণে আসনটিতে দলের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিবের নাম শোনা যাচ্ছে। ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী পাচ্ছেন ঢাকা ৫ আসন।

ঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এক ঝাঁক তরুণ। ঢাকা-৪ আসনে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহেমদ রবিন, ঢাকা ৬ আসনে সাদেক হোসেন খোকারপুত্র ইশরাক হোসেন, ঢাকা ১৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম এরই মধ্যে সবুজ সঙ্কেত পেয়েছেন।

ঢাকা–১৩ এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা–১৭ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। এখনো চুড়ান্ত না হলেও কথা চলছে ঢাকা ৭ নিয়ে। এ আসন ছেড়ে দেয়া হতে পারে গণফোরামের সুব্রত চৌধুরীকে । ঢাকা ১৮ আসনে সমর্থন পেতে পারেন মাহমুদুর রহমান মান্না।

ঢাকা ১০ আসনে একাধিক প্রার্থী থাকলেও ধানের শীষ পাচ্ছেন রবিউল আলম রবি এবং ঢাকা-১২ আসনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। ঢাকা-১৫ আসনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টন, যার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। ঢাকা ১১ আসনটিও জোটের জন্য ছেড়ে দেয়া হতে পারে।

জোটের জন্য ঢাকায় আসন বেশি ছাড়া হচ্ছে কিনা এ নিয়ে কানাঘুষা থাকলেও দলের কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশনা আছে, রাজনৈতিক সমীকরণের হিসাব থেকেই এই ছাড়। তাই দলীয় নির্দেশনা মেনে যেকোন মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হচ্ছে।

রিপোর্ট : মা. মি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ