সিলেটে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে আমন ধানের। আগামী দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা। এ বছর বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
পুরুষ্টু ধানের শীষ আশা জাগাচ্ছে, ভালো ফলনের আশা। নতুন ধানের ঘ্রাণের কৃষকের মুখে ফুটবে হাসি। শেষ সময়ে মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখন ন্যায্য দামের পাওয়ার প্রত্যাশায় স্বপ্ন বুনছেন তারা।
চলতি মৌসুমে সিলেট জেলায় ১ লাখ ৪৫ হাজার ৩১০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তা ছাড়িয়ে চাষ হয়েছে ১ লাখ ৪৬ হাজার হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায়ও বেশি। সবকিছু অনুকূলে থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা।
সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান বলেন- অন্যান্য বছরের তুলনায় এবার রোগবালাই ও পোকামাকড়ের ক্রমণ কম থাকায়, বাম্পার ফলনের আশা করছে কৃষি দপ্তরও।
রিপোর্ট : অ. / সা. সি
পুরুষ্টু ধানের শীষ আশা জাগাচ্ছে, ভালো ফলনের আশা। নতুন ধানের ঘ্রাণের কৃষকের মুখে ফুটবে হাসি। শেষ সময়ে মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এখন ন্যায্য দামের পাওয়ার প্রত্যাশায় স্বপ্ন বুনছেন তারা।
চলতি মৌসুমে সিলেট জেলায় ১ লাখ ৪৫ হাজার ৩১০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তা ছাড়িয়ে চাষ হয়েছে ১ লাখ ৪৬ হাজার হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায়ও বেশি। সবকিছু অনুকূলে থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা।
সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান বলেন- অন্যান্য বছরের তুলনায় এবার রোগবালাই ও পোকামাকড়ের ক্রমণ কম থাকায়, বাম্পার ফলনের আশা করছে কৃষি দপ্তরও।
রিপোর্ট : অ. / সা. সি
