ফেব্রুয়ারিতে নির্বাচন, এসএসসির সময়সূচি নিয়ে সতর্ক করলো ইসি
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে- জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সময়ে এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়সূচি যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মিলে যায়- সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ স্বরাষ্ট্র, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
ইসি সচিব জানান, ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিতে ভোটকেন্দ্র, অবকাঠামো, নিরাপত্তা ও স্বাস্থ্যসহ সব দিকেই কমিশন সার্বিক ব্যবস্থা নিচ্ছে। ভোটকেন্দ্রের প্রবেশগম্যতা ও রাস্তা-ঘাট মেরামতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্বাচনি কাজে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে আখতার আহমেদ জানান, সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার প্যানেল তৈরি করা হচ্ছে, যাতে নিরপেক্ষ ও দক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।
সভায় পরিবহন ব্যবস্থাপনা, দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা, স্বাস্থ্যসেবা ও ভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান- ভোটের দিন প্রতিটি উপজেলায় ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম থাকবে।
ইসি সচিব বলেন, ভোটার সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় ও বিটিভির মাধ্যমে প্রচারণা চালানো হবে। বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, প্রবাসী ভোটার ও সরকারি কর্মকর্তাদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থার ট্রায়াল অ্যাপ তৈরি করা হয়েছে, যা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হবে।
‘শাপলা কলি’ প্রতীক নিয়ে বিতর্ক প্রসঙ্গে ইসি সচিব বলেন, কমিশন কিছু পুরোনো প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীকের সংশোধিত তালিকা প্রকাশ করেছে। নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্ত কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া হয়েছে, কোনো দলের দাবিতে নয়।
জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের দাবিতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ স্বরাষ্ট্র, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।
ইসি সচিব জানান, ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতিতে ভোটকেন্দ্র, অবকাঠামো, নিরাপত্তা ও স্বাস্থ্যসহ সব দিকেই কমিশন সার্বিক ব্যবস্থা নিচ্ছে। ভোটকেন্দ্রের প্রবেশগম্যতা ও রাস্তা-ঘাট মেরামতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্বাচনি কাজে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠান আগেভাগে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে আখতার আহমেদ জানান, সরকারি স্কুল-কলেজের শিক্ষক ও সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তার প্যানেল তৈরি করা হচ্ছে, যাতে নিরপেক্ষ ও দক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যায়।
সভায় পরিবহন ব্যবস্থাপনা, দুর্গম এলাকায় হেলিকপ্টার ল্যান্ডিং সুবিধা, স্বাস্থ্যসেবা ও ভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান- ভোটের দিন প্রতিটি উপজেলায় ক্লাস্টারভিত্তিক মেডিকেল টিম থাকবে।
ইসি সচিব বলেন, ভোটার সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয় ও বিটিভির মাধ্যমে প্রচারণা চালানো হবে। বিদেশি পর্যবেক্ষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, প্রবাসী ভোটার ও সরকারি কর্মকর্তাদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থার ট্রায়াল অ্যাপ তৈরি করা হয়েছে, যা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হবে।
‘শাপলা কলি’ প্রতীক নিয়ে বিতর্ক প্রসঙ্গে ইসি সচিব বলেন, কমিশন কিছু পুরোনো প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীকের সংশোধিত তালিকা প্রকাশ করেছে। নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্ত কমিশনের নিজস্ব বিবেচনায় নেওয়া হয়েছে, কোনো দলের দাবিতে নয়।
জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের দাবিতে রাজনৈতিক দলগুলোর মতামত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
