
পুণ্যসেবায় শেষ হলো লালন স্মরণোৎসবের সাধুসঙ্গ, চলছে উৎসব
লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিনে, কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সাধুসঙ্গ শেষ হলো আজ। বাউল-সাধুদের মাঝে বিদায়ের সুর।
তিনদিনের লালন স্মরণ উৎসবে আসা বাউল সাধুরা সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। আবার কেউ রয়েছেন ভাবতত্ত্বে বিমোহিত। স্থান সংকুলান না হওয়ায় আখড়াবাড়ির আঙিনা ছাড়াও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড আস্তনায় বসেছেন সাধু, গুরু ও তাদের শিষ্যরা। ভাবগান আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে।
আজ শেষ হলো সাধুসঙ্গ। আজ সকালে বাল্যসেবা, দুপুরে পুণ্যসেবার মধ্যদিয়ে সাধুদের মূল সাধু সঙ্গ শেষ হয়েছে। কিছু সাধু বিদায় নেবেন। আবার কেউ কেউ থেকে যাবেন কাল পর্যন্ত। আগামীকাল শেষ হবে তিন দিনের লালন স্মরণোৎসব।
রিপোর্ট : গি. আ. / সা. সি
তিনদিনের লালন স্মরণ উৎসবে আসা বাউল সাধুরা সাঁইজিকে স্মরণ করছেন গানে গানে। আবার কেউ রয়েছেন ভাবতত্ত্বে বিমোহিত। স্থান সংকুলান না হওয়ায় আখড়াবাড়ির আঙিনা ছাড়াও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড আস্তনায় বসেছেন সাধু, গুরু ও তাদের শিষ্যরা। ভাবগান আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে।
আজ শেষ হলো সাধুসঙ্গ। আজ সকালে বাল্যসেবা, দুপুরে পুণ্যসেবার মধ্যদিয়ে সাধুদের মূল সাধু সঙ্গ শেষ হয়েছে। কিছু সাধু বিদায় নেবেন। আবার কেউ কেউ থেকে যাবেন কাল পর্যন্ত। আগামীকাল শেষ হবে তিন দিনের লালন স্মরণোৎসব।
রিপোর্ট : গি. আ. / সা. সি