
চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যানে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু
চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে মালেকা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছয় মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহত নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথে সন্ধার দিকে তার মৃত্যু হয়।
নিহত মালেকা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের আসনার ক্যাম্পপাড়া গ্রামের শফিকুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজনরা জানিয়েছেন, রাজশাহী মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মালেকা খাতুনকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
আহত নারীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে যাওয়ার পথে সন্ধার দিকে তার মৃত্যু হয়।
নিহত মালেকা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের আসনার ক্যাম্পপাড়া গ্রামের শফিকুর রহমানের স্ত্রী।
নিহতের স্বজনরা জানিয়েছেন, রাজশাহী মেডিকেলে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে মালেকা খাতুনকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ বিষয়ে উর্ধ্বতন কর্মকতাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি