লটকনের জেলা নরসিংদীতে নতুন কৃষি সম্ভাবনা বিদেশি ফল রামবুটান। প্রবাস ফেরত জামাল উদ্দিনের বাগানে ফলেছে অর্থকরী এই ফল। তার সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই।
বাগান আলো করে আছে থোকা থোকা রামবুটান। শিবপুর উপজেলার অষ্টআনী গ্রামের জামাল উদ্দিনের বাগানজুড়ে হলুদ এবং লাল রঙের ফল মুগ্ধতা ছড়াচ্ছে।
২০০৬ সালে ব্রুনাই থেকে ফেরেন জামাল উদ্দিন। সঙ্গে করে নিয়ে আসেন বিশ্বের জনপ্রিয় ফলটি। ফল থেকে বীজ করে ১০টি গাছ লাগান বাগানে। ৭ বছর অপেক্ষার পর ফল পেয়েছেন। ফল পাকতে সময় লাগে ৪ থেকে ৫ মাস। এখন শুধু ফল নয়, চারা বিক্রি করেও লাভবান জালাল উদ্দিন।
শিবপুর নরসিংদী কৃষি বিভাগের সফল রাম্বুটান চাষি জামাল উদ্দিন বলছে, নরসিংদীর জলবায়ু রামবুটান চাষের উপযোগী। আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে প্রস্তুত কৃষি কর্মকর্তারা।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ আব্দুল হাই বলেন নরসিংদীর শুধু জেলার শিবপুর উপজেলাতেই রোপণ করা হয়েছে ৩ হাজার ৭০০ রাম্বুটান গাছ।
রিপোর্ট : সি. / সা. সি
বাগান আলো করে আছে থোকা থোকা রামবুটান। শিবপুর উপজেলার অষ্টআনী গ্রামের জামাল উদ্দিনের বাগানজুড়ে হলুদ এবং লাল রঙের ফল মুগ্ধতা ছড়াচ্ছে।
২০০৬ সালে ব্রুনাই থেকে ফেরেন জামাল উদ্দিন। সঙ্গে করে নিয়ে আসেন বিশ্বের জনপ্রিয় ফলটি। ফল থেকে বীজ করে ১০টি গাছ লাগান বাগানে। ৭ বছর অপেক্ষার পর ফল পেয়েছেন। ফল পাকতে সময় লাগে ৪ থেকে ৫ মাস। এখন শুধু ফল নয়, চারা বিক্রি করেও লাভবান জালাল উদ্দিন।
শিবপুর নরসিংদী কৃষি বিভাগের সফল রাম্বুটান চাষি জামাল উদ্দিন বলছে, নরসিংদীর জলবায়ু রামবুটান চাষের উপযোগী। আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে প্রস্তুত কৃষি কর্মকর্তারা।
নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ আব্দুল হাই বলেন নরসিংদীর শুধু জেলার শিবপুর উপজেলাতেই রোপণ করা হয়েছে ৩ হাজার ৭০০ রাম্বুটান গাছ।
রিপোর্ট : সি. / সা. সি