
এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হ্রাস
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার সারা দেশেই পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং ইংরেজি বিষয়ের দুর্বল পারফরম্যান্সকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষাক ও পরীক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ফলাফলে দেখা যাচ্ছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড, পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ডেও। পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ— গত বছরের চেয়ে ৩৩ শতাংশেরও কম। দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং ইংরেজি বিষয়ের দুর্বল পারফরম্যান্সকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষাক ও পরীক্ষার্থীরা।
বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ হলেও, সাধারণ, গণিত ও ইংরেজিতে খারাপ করার কারণে সামগ্রিক ফল বিপর্যয়ের শিকার হয়েছে এই বোর্ডও।
একইভাবে ময়মনসিংহ ও যশোর বোর্ডেও জিপিএ-৫ ও পাসের হার তুলনামূলক কম। যশোর বোর্ড কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে এবং অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার কারণেই এমন ফলাফল।
ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী যেমন আনন্দ উল্লাস করছেন, অনেকে আবার হতাশ। শিক্ষাবিদরা এই নিম্নগতি কাটাতে শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।
রিপোর্ট : আ. / সা. সি
বৃহস্পতিবার সকাল ১০টায় একযোগে প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। ফলাফলে দেখা যাচ্ছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড, পাসের হার মাত্র ৪৮ দশমিক ৮৬ শতাংশ।
ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ডেও। পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ— গত বছরের চেয়ে ৩৩ শতাংশেরও কম। দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং ইংরেজি বিষয়ের দুর্বল পারফরম্যান্সকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষাক ও পরীক্ষার্থীরা।
বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ হলেও, সাধারণ, গণিত ও ইংরেজিতে খারাপ করার কারণে সামগ্রিক ফল বিপর্যয়ের শিকার হয়েছে এই বোর্ডও।
একইভাবে ময়মনসিংহ ও যশোর বোর্ডেও জিপিএ-৫ ও পাসের হার তুলনামূলক কম। যশোর বোর্ড কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে এবং অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার কারণেই এমন ফলাফল।
ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী যেমন আনন্দ উল্লাস করছেন, অনেকে আবার হতাশ। শিক্ষাবিদরা এই নিম্নগতি কাটাতে শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।
রিপোর্ট : আ. / সা. সি