নারী বিশ্বকাপে আজ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ
নারী বিশ্বকাপে আজ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ঘাম-ঝরানো পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নতুন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে জোতির দল।
২০২২ সালের ওয়েলিংটনের স্মৃতি এখনও তাজা রয়ে গেছে বাংলাদেশ নারী দলের। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে হারলেও অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশ। তিন বছর পর, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস—দুটোই অনেক বেশি টাইগ্রেসদের। তবে অজিদের বিপক্ষে জেতা বেশ কঠিন। কিন্তু ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সেরা পারফরমেন্স নিংড়ে দিতে পারলে জয় পাওয় সম্ভব বাংলাদেশের মেয়েদের।
রিপোর্ট : কা/টুবন
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে ঘাম-ঝরানো পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সাতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে নতুন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে জোতির দল।
২০২২ সালের ওয়েলিংটনের স্মৃতি এখনও তাজা রয়ে গেছে বাংলাদেশ নারী দলের। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে হারলেও অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশ। তিন বছর পর, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস—দুটোই অনেক বেশি টাইগ্রেসদের। তবে অজিদের বিপক্ষে জেতা বেশ কঠিন। কিন্তু ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সেরা পারফরমেন্স নিংড়ে দিতে পারলে জয় পাওয় সম্ভব বাংলাদেশের মেয়েদের।
রিপোর্ট : কা/টুবন