ATN
শিরোনাম
  •  

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, অপেক্ষা ফলাফলের

         
চাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, অপেক্ষা ফলাফলের

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, অপেক্ষা ফলাফলের

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো চাকসু ও হল সংসদ নির্বাচন। অবশেষে আনন্দমুখর পরিবেশেই শেষ হলো চাকসু নির্বাচনের ভোটগ্রহণ। এখন অপেক্ষা ফলাফলের।

আজ বুধবার সকাল ৯টার পর শুরু হওয়া ভোটগ্রহণ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে বিকেল ৪টায়। অমোচনীয় কালি নিয়ে এক প্যানেলের অভিযোগ থাকলেও, সে বিষয়ে নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেন।

বিশ্ববিদ্যালয়টির ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী শহরে অবস্থান করলেও, ইতিহাসের সাক্ষী হতে সকাল সকাল ক্যাম্পাসে তাদের উপস্থিতিটা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদের, ১৫টি কেন্দ্রের মোট ৬০টি কক্ষে ভোট দেন শিক্ষার্থী-ভোটাররা। অনেকের এই প্রথম ভোট দিয়ে পছন্দের প্রতিনিধি বাছাইয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা।

নির্বাচনে ১৩ প্যানেল প্রতিদন্দ্বিতা করেছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬ পদে ৪১৫ আর ১৪টি হল ও ১টি হোস্টেলে প্রতিদ্বন্দ্বী ৪৯৩ জন। চাকসু নির্বাচনের ভোটার প্রায় সাড়ে ২৭ হাজার।

ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া যেমন ১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হয়েছে,গণণাও তেমনি। শিক্ষার্থীরা ভোট দিয়েছে ব্যালটে আর গণনা হচ্ছে ওএমআর মেশিনে।

অভিযোগের জায়গা থাকলেও, নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রতিদন্দ্বীরা।

১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০-এ। নিয়ম অনুযায়ী প্রতি বছর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ বিরতি। ৩৫ বছর পর, ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার যে দ্বার নতুন করে খুলল, তা যেন সুফল বয়ে আনে, সেই প্রত্যাশাই এখন শিক্ষার্থীদের।

রিপোর্ট : ম. ই. মি/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ