ATN
শিরোনাম
  •  

আফগানিস্তানে কাছে ২০০ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

         
আফগানিস্তানে কাছে ২০০ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

আফগানিস্তানে কাছে ২০০ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। আবুধাবিতে আফগানদের দেয়া ২৯৪ রানের টার্গেটে নেমে ২৭ দশমিক ৩ ওভারে বাংলাদেশ অলআউট হয় ৯৩ রানে।

আবুধাবিতে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহীম জাদরানের ব্যাটে দারুণ সূচনা পায় টসজয়ী আফগানিস্তান। দলীয় ৯৯ রানে গুরবাজকে ফিরিয়ে সে জুটি ভাঙেন তানভীর ইসলাম। মাঝে খানিক ধস নামলেও ইব্রাহীম জাদরানের ৯৫ আর মোহাম্মদ নবীর বিধ্বংসী ব্যাটিংয়ে ২৯৩ রানের পুঁজি পায় আফগানিস্তান। ৫ ছক্কা ৪ চারে নবী অপরাজিত থাকেন ৬২ রানে।

রান তাড়ায় সাইফ হাসান, শুরুটা ভালো করলেও, দলে ফেরার সুযোগটা কাজে লাগাতে পারেন নি নাঈম শেখ। ২৪ বলে সাত রানে ফেরেন বাঁহাতি ওপেনার। ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেন নি নাজমুল শান্তও। এরপর রশিদ খানের ঘূর্ণি আর বিলাল সামির পেস তোপে এক সাইফ হাসান ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ৯৩ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ঠিক ২০০ রানে।

রিপোর্ট : ই/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ