ATN
শিরোনাম
  •  

এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার, রাতারাতি বনে গেছেন কোটিপতি

         
এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার, রাতারাতি বনে গেছেন কোটিপতি

এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার, রাতারাতি বনে গেছেন কোটিপতি

এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার। রাতারাতি বনে গেছেন কোটিপতি। নামে-বেনামে একাধিক ফ্ল্যাট-মার্কেট, শত বিঘা জমিসহ গড়েছেন সম্পদের পাহাড়। পুলিশের চাকরি করে কোথায় পেলেন এমন আলাদিনের চেরাগ- জেলা জুড়ে তারই আলোচনা-সমালোচনা।

৫ তলার নক্ষত্র আর ৬ তলার মেঘদূত। ঠাকুরগাঁও শহরের হলপাড়ার এই বাড়ি দুটির মালিক অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল ইসলাম। নক্ষত্রের মালিকানা দিয়েছেন স্ত্রীকে আর নিজের মালিকানায় রেখেছেন মেঘদূত। কয়েক কোটি টাকা ব্যয়ে বাড়ি দুটি বানিয়েছেন পুলিশের কর্মকর্তা হাবিবুল ইসলাম।

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ব্যারিস্টার গ্রামের বাসিন্দা হাবিবুল ইসলাম৷ অতি-দরিদ্র পরিবারের সন্তান, যোগ দেন পুলিশে। শোনা যায়, সিরাজগঞ্জে অফিসার ইনচার্জ থাকার সম্পর্ক গড়ে তোলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি ৷ ঢাকায় ফ্ল্যাট, ঠাকুরগাঁও শহরে দুটি বাড়ি, গ্রামের বাড়িতে প্রায় শতবিঘা আবাদি জমি। পুলিশের প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি কম দামে কিনে নেয়ার অভিযোগও রয়েছে এলাকাবাসীর।

এএসপির প্রভাবে মাদকের রাজ্য গড়ে তুলেছেন ছোট ভাই নাসিরুল ইসলাম। ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি। থানায় রয়েছে মাদক মামলা৷ তবুও থেমে নেই। এলাকাবাসী বলছেন, একইভাবে বোন-জামাই ইমাজউদ্দীনও প্রভাব খাটিয়ে কোটিপতি বনে গেছেন৷

রিপোর্ট : শা. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ