ATN
শিরোনাম
  •  

রাতেও জ্বলছিলো মিরপুরের রাসায়নিক গুদামের আগুন

         
রাতেও জ্বলছিলো মিরপুরের রাসায়নিক গুদামের আগুন

রাতেও জ্বলছিলো মিরপুরের রাসায়নিক গুদামের আগুন

রাজধানীর মিরপুরে পোশাক কারখানার আগুন নেভানো সম্ভব হলেও, পার্শ্ববর্তী রাসায়নিক গুদাম থেকে রাতভর ধোঁয়া উঠতে দেখা যায়। লেলিহান শিখা না থাকলেও, নিয়ন্ত্রণে থাকা সে আগুন নেভাতেই ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান চলে সারারাত। ঘটনাস্থল পরিদর্শনে এসে ঘটনার সুষ্ঠু তদন্ত চান, রাজনৈতিক দলের নেতারা।

ঘড়ির কাটায় তখন ভোররাত, মিরপুরের শিয়ালবাড়ীতে তখনও আগুন নেভানোর কাজে ব্যস্ত ফায়ার সার্ভিসের সদস্যরা।

বহুতল পোশাক কারখানার আগুন নেভানো গেছে আগেই। তবে,পার্শ্ববর্তী রাসায়নিক গুদামের আগুন তখনও জ্বলছে। পানি দিয়ে তা নিয়ন্ত্রণে রাখলেও, ধোঁয়ার উদগীরণ রাতভর। কেমিক্যালের উৎকট গন্ধ ভেসে আসা পানিতে, বাতাসে।

দিনভর উৎসাহী জনতার ভীড় ভোর রাতে কমে আসে। সুযোগ পেয়ে কর্ডনে ঘেরা জায়গায় বসে ক্লান্তি দূর করার চেষ্টায়, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আগুন নেভানোর কাজ রাতভর চলবে সে ঘোষণা ফায়ার সার্ভিসের মহাপরিচালক দেন আগেই। জানান, আগ্নিকাণ্ডের ঘটনাস্থল ভীষণ ঝুঁকিপূর্ণ। বুধবার বুয়েটের পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণের পরই নেয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা আগুন লাগার কারণ অনুসন্ধানে সুষ্ঠু তদন্তের পাশাপাশি, হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।

এদিকে, আগুনে নিহত ১৬ জনের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হলে সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বিকৃত হয়ে যাওয়ায়, মৃতদেহ শনাক্তের কঠিন পরীক্ষায় পড়তে হয়, নিহতদের স্বজনদের। এ ঘটনায় আগুনে দগ্ধ হন তিনজন। তাদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

রিপোর্ট : স. / সা. সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ