ATN
শিরোনাম
  •  

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

         
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১

দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুজ্বর নিয়ে ৮৪১জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেলেন ২৩৮ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৫৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৮ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অন্যজন ময়মনসিংহ বিভাগের।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে ২১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৬ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৩৫৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী।

রিপোর্ট : এটিএন নিউজ /জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট স্বাস্থ্য সংবাদ


অন্যান্য সংবাদ