ATN
শিরোনাম
  •  

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে ছোট দেশ কেপ ভার্দে

         
ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে ছোট দেশ কেপ ভার্দে

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে ছোট দেশ কেপ ভার্দে

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ৬ লাখ জনসংখ্যার ছোট দেশ কেপ ভার্দে। আফ্রিকা থেকে ষষ্ঠ দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ৪ হাজার বর্গ কিলোমিটারের এই দেশটি। এদিকে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে জয় পেয়েছে জার্মানি আর আইসল্যান্ড রুখে দিয়েছে এমবাপ্পে বিহীন ফ্রান্সকে।

আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে গত মাসে ক্যামেরুনকে হারানোর পরই বিশ্বকাপে খেলা অনেকটা নিশ্চিত হয়ে গেছিল কেপ ভার্দের। ঐতিহাসিক উপলক্ষ উপভোগের জন্য সোমবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। এসওয়াতিনির বিপক্ষে শেষ ম্যাচে দেশবাসীকে হতাশ করেনি ‘ব্লু শার্কস’ নামে পরিচিত কেপ ভার্দে।

প্রথমার্ধ যদিও গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে সব উৎকণ্ঠা দূর করে দেয় কেপ ভার্দ। ৪৮ মিনিটে জটলা থেকে গোল করেন দালিয়ন লিভ্রামেন্তো, ছয় মিনিট পর ব্যবধান বাড়ান উইলি সেমেদো। আর যোগ করা সময়ে বদলি নেমে দলের তৃতীয় গোলটি করেন অভিজ্ঞ ডিফেন্ডার স্টোপিরা।

আফ্রিকা থেকে সবচেয়ে বেশি আটবার বিশ্বকাপে খেলা ক্যামেরুনকে টপকে বিশ্ব মঞ্চে জায়গা করে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি। জয়ের পরই উচ্ছ্বাসের ঢেউ বয়ে যায় ১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার জাতীয় স্টেডিয়াম থেকে দ্বীপ দেশটির আনাচে কানাচে। জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপে সুযোগ পাওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম‍্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। জার্মানদের হয়ে একমাত্র গোলটি করেন নিক ভল্টামাডা। ৪ ম‍্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জার্মানি।

এদিকে, টানা তিন জয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে প্রথম পয়েন্ট হারাল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নেমে প্রথমার্ধে পিছিয়ে পড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে ক্রিস্টোফার এনকুনকু ও জ্যঁ-ফিলিপ মাতেতা দুই গোল করে ফরাসিদের এগিয়ে নেন।

পিছিয়ে পড়ে ২ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা টানেন ক্রিস্টিয়ান লিনসন। গ্রুপের শীর্ষে থাকা ফ্রান্সকে রুখে দিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল আইসল্যান্ড। রানার্সআপ হলেই প্লে-অফে জিতে বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ থাকবে আইসল্যান্ডের সামনে।

রিপোর্ট : আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ