ATN
শিরোনাম
  •  

শেখ হাসিনার বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

         
শেখ হাসিনার বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

শেখ হাসিনার বিরুদ্ধে ৩য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ মঙ্গলবার।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ বেলা সাড়ে এগারোটার দিকে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন।

এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যা সরাসরি সম্প্রচার হবে। গত দুই দিনে মামলার পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর।

গতকাল সোমবার তিনি সদ্য প্রয়াত বদরুদ্দীন উমর, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি তুলে ধরেন আদালতে।

এছাড়া জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও তথ্য উপাত্ত যুক্তিতর্কে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।

রিপোর্ট : অ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ