নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় অবাধে শিকার করছে মা ইলিশ
২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ীতে পদ্মা নদীতে অবাধে শিকার করছে মা ইলিশ। এসব ইলিশ আবার পদ্মা পাড়েই বিক্রি হচ্ছে প্রকাশ্য দিবালোকে।
অনৈতিকভাবে মা ইলিশ ধরার মহোৎসব চলছে রাজবাড়ীতে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন শত শত নৌকায় ধরা হচ্ছে মা ইলিশ। বিক্রিও হচ্ছে প্রকাশ্যে, এমনকি বসেছে অস্থায়ী হাটও। প্রকাশ্যে জেলেরা এভাবে মা ইলিশ শিকার ও বিক্রির ঘটনায় অভিযানের সফলতা নিয়েও উঠেছে প্রশ্ন।
তবে মৎস্য বিভাগ বলছে, নিয়মিত অভিযান চালিয়েও জেলেদের ঠেকানো যাচ্ছে না। দিনের আলোতেই তারা চালাচ্ছে ইলিশ বেচাকেনা।

রাজবাড়ীর পদ্মা নদীর প্রত্যন্ত এলাকাগুলোতে প্রতিদিন শত শত নৌকা নামে নদীতে। অভিযান দেখলেই জেলেরা পালিয়ে যায় নিরাপদ স্থানে, প্রশাসন চলে গেলে আবার ফিরে আসে নদীতে।
মৎস্য বিভাগ বলছে, মা ইলিশ রক্ষায় অভিযান চলছে প্রতিদিনই। জেলেদের নিয়ে করা হয়েছে সচেতনতামূলক সভা। খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলায় ৫ হাজার ৪ শত ৯৭ জন নিবন্ধিত জেলেকে দেওয়া হয়েছে চাল সহায়তা। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে অনেকে।
রিপোর্ট : অ/টুবন
অনৈতিকভাবে মা ইলিশ ধরার মহোৎসব চলছে রাজবাড়ীতে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন শত শত নৌকায় ধরা হচ্ছে মা ইলিশ। বিক্রিও হচ্ছে প্রকাশ্যে, এমনকি বসেছে অস্থায়ী হাটও। প্রকাশ্যে জেলেরা এভাবে মা ইলিশ শিকার ও বিক্রির ঘটনায় অভিযানের সফলতা নিয়েও উঠেছে প্রশ্ন।
তবে মৎস্য বিভাগ বলছে, নিয়মিত অভিযান চালিয়েও জেলেদের ঠেকানো যাচ্ছে না। দিনের আলোতেই তারা চালাচ্ছে ইলিশ বেচাকেনা।
রাজবাড়ীর পদ্মা নদীর প্রত্যন্ত এলাকাগুলোতে প্রতিদিন শত শত নৌকা নামে নদীতে। অভিযান দেখলেই জেলেরা পালিয়ে যায় নিরাপদ স্থানে, প্রশাসন চলে গেলে আবার ফিরে আসে নদীতে।
মৎস্য বিভাগ বলছে, মা ইলিশ রক্ষায় অভিযান চলছে প্রতিদিনই। জেলেদের নিয়ে করা হয়েছে সচেতনতামূলক সভা। খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় জেলায় ৫ হাজার ৪ শত ৯৭ জন নিবন্ধিত জেলেকে দেওয়া হয়েছে চাল সহায়তা। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে অনেকে।
রিপোর্ট : অ/টুবন