ATN
শিরোনাম
  •  

দক্ষিণ আফ্রিকার পাহাড়ি রাস্তা থেকে বাস নিচে পড়ে নিহত ৪২

         
দক্ষিণ আফ্রিকার পাহাড়ি রাস্তা থেকে বাস নিচে পড়ে নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার পাহাড়ি রাস্তা থেকে বাস নিচে পড়ে নিহত ৪২

দক্ষিণ আফ্রিকার পাহাড়ি অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৯ জন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাড়িটি দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের গেকেবারহা থেকে জিম্বাবুয়ে ও মালাউই যাচ্ছিল।

রোববার রাতে লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে খাড়া পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটে এই দুর্ঘটনা। এ ঘটনায় নিহতরা সবাই জিম্বাবুয়ে ও মালাউয়ির নাগরিক। যাদের মধ্যে ১৮ জন নারী, ১৭ জন পুরুষ ও ৭ শিশু রয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ