মাদাগাস্কারে বিক্ষোভের মুখে গোপনে দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে চলমান বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে গোপন চুক্তির পর একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়েন তিনি। সোমবার রাতে অজ্ঞাত স্থান থেকে দেয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, সামরিক বিদ্রোহের পর নিরাপত্তাহীনতায় দেশ ছাড়তে হয়েছে তাকে। তবে পদত্যাগের ঘোষণা দেননি তিনি।
বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে দুর্নীতি, দারিদ্র্য এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভে নামেন মাদাগাস্কারের হাজারো তরুণ। এই বিক্ষোভে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ালে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন প্রেসিডেন্ট রাজোয়েলিনা।
রিপোর্ট : রা. মু/টুবন
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে গোপন চুক্তির পর একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়েন তিনি। সোমবার রাতে অজ্ঞাত স্থান থেকে দেয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, সামরিক বিদ্রোহের পর নিরাপত্তাহীনতায় দেশ ছাড়তে হয়েছে তাকে। তবে পদত্যাগের ঘোষণা দেননি তিনি।
বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে দুর্নীতি, দারিদ্র্য এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভে নামেন মাদাগাস্কারের হাজারো তরুণ। এই বিক্ষোভে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ালে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন প্রেসিডেন্ট রাজোয়েলিনা।
রিপোর্ট : রা. মু/টুবন