ATN
শিরোনাম
  •  

নির্বাচনে একশ আসন ছাড়ছে জামায়াত

         
নির্বাচনে একশ আসন ছাড়ছে জামায়াত

নির্বাচনে একশ আসন ছাড়ছে জামায়াত

নির্বাচনে শরীকদের একশ আসন ছাড়ছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল জানিয়েছেন এই তথ্য প্রকাশ করেন।

একই দাবিতে রাজপথে থাকা ইসলামী দলগুলো আগামী নির্বাচনেও আসন সমঝোতায় যেতে পারে। তবে তারা কোনো নির্দিষ্ট দলের নেতৃত্বে কোনো জোটে যেতে রাজি নয়।

সেক্রেটারি জেনারেল অতি সম্প্রতি নির্বাচনে শরীকদের একশ' আসন ছেড়ে দেয়ার কথা বলেছেন। এটিকে ভিত্তিহীন বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জুলাই বিপ্লবের পর একই দাবি নিয়ে ইসলামী দলগুলো নানা কর্মসূচিতে সোচ্চার। আগামী নির্বাচনে তাদের প্ল্যাটফরম কি হবে এ নিয়ে নানা কৌতুহল।

গত ৩ অক্টোবর খুলনায় একটি সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জোটের জন্য ১০০ আসন ছেড়ে দেবে তার দল।

কাদের জন্যে ছেড়ে দেয়া হবে এ আসন? কতটাই বা এগুলো সেই প্রক্রিয়া? জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের প্রধান জানালেন অগ্রগতি।

তবে এই জোটের সবচেয়ে বড় শরীক ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করীমের দাবি,আসন নিয়ে জামায়াতের বক্তব্যের কোন ভিত্তি নেই।

চরমোনাই পীর বলেন, ভোটের আগে সমমনা ইসলামী দলগুলোর সাথে নির্বাচনী সমঝোতা হতে পারে। তবে তা জামায়াতের নেতৃত্বে নয়।

ইসলামী দলগুলোর মধ্যে আসন নিয়ে আলোচনা জামায়াতের নেতৃত্বে জোট হবে না।

রিপোর্ট : সো .বি . / সা . সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ