ATN
শিরোনাম
  •  

স্বর্ণের বাড়তি দামে বিনিয়োগের ঝুঁকি

         
স্বর্ণের বাড়তি দামে বিনিয়োগের ঝুঁকি

স্বর্ণের বাড়তি দামে বিনিয়োগের ঝুঁকি

স্বর্ণের বাড়তি দামে বিনিয়োগের ঝুঁকি রয়েছে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। তাগিদ দিলেন, স্বর্ণ চোরাচালান রোধে কার্যকর পদক্ষেপের। পাশাপাশি বিশ্লেষকরা মনে করেন, স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায়, প্রভাব পড়বে ব্যাংকিং খাতেও।

স্বর্ণ মজুদের ইতিহাস বিশ্বের চিরায়ত নিয়ম। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে স্বর্ণ কেনার প্রবণতা রয়েছে। যুদ্ধ আর বৈশ্বিক অনিশ্চয়তায় তাই গুরুত্ব বাড়ে স্বর্ণের। যার বড় উদাহরণ, সাম্প্রতিক রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রভাবে বৈশ্বিক স্বর্ণের দাম বাড়ার ঘটনা।

চলতি বছরের বিশ্ববাজারে ১০ মাসেই, ৫১ শতাংশ বেড়ে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম ছাড়িয়েছে চার হাজার ডলারের ঘরে। আর, বছর ব্যবধানে প্রতি ভরির দাম বেড়েছে ৬০ হাজার আর ২৬ মাসের মধ্যে যা হয়েছে দ্বিগুণ।

বাংলাদেশে বছরে স্বর্ণের চাহিদা ২০ থেকে ৪০ টন। যার ৮০ শতাংশই আসে অনানুষ্ঠানিকভাবে। অভিযোগ রয়েছে, দেশে আসা স্বর্ণের বড় একটি অংশই পাচার হয় প্রতিবেশী ভারতে। আর উচ্চ মূল্যস্ফীতির কারণেও কমেছে পণ্যটির বেচাবিক্রি। ফলে বিশ্লেষকরা বলছেন, এসব কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বর্ণে বিনিয়োগে রয়েছে ঝুঁকি।

দেশে স্বর্ণে বিনিয়োগ বাড়লে ব্যাংকে তারল্য সঙ্কট বাড়বে বলেও মত বিশ্লেষকদের। তাগিদ দিলেন স্বর্ণ চোরাচালান রোধে সরকারের কঠোর পদক্ষেপের।

রিপোর্ট : মা . সে . / সা . সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ