ATN
শিরোনাম
  •  

কুমিল্লায় মই বেয়ে পারাপার কয়েক পরিবারের

         
কুমিল্লায় মই বেয়ে পারাপার কয়েক পরিবারের

কুমিল্লায় মই বেয়ে পারাপার কয়েক পরিবারের

প্রভাবশালীরা দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে চলাচলের রাস্তা। এক যুগেরও বেশি সময় ধরে বন্দী বেশ কয়েকটি পরিবার। ঘর থেকে বেরিয়ে কাজে যেতে হচ্ছে মই দিয়ে দেয়াল টপকে। তাদের মধ্যে রয়েছেন নারী-পুরুষ, শিক্ষার্থী ও প্রতিবন্ধী মানুষ।

কুমিল্লা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার কয়েকটি পরিবারের নারী-পুরুষ, শিশু এভাবেই চলাচল করছে এক যুগ ধরে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের সমাজসেবক গোলাম মো. সামদানী বলেন ২৫ বছর আগে এই এলাকায় বাড়ি নির্মাণ করে কয়েকটি পরিবার। বাড়ি থেকে বের হওয়ার পথে একপাশে রফিক মেমোরিয়াল স্কুল, অন্য পাশে কবরস্থান। মাঝখানে সিটি করপোশনের স্লাববিহীন ড্রেন। তার উপর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা তদবির করে একটি দেয়াল তুলে দেয়। বন্ধ হয়ে যায় চলাচলের পথ।

প্রতিদিন মই বেয়ে কাজে যাওয়া, স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের, রোগী বা প্রতিবন্ধী মানুষের কষ্ট তো সীমাহীন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম শীর্ষ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে, তার মন্তব্য বিষয়টি দুঃখজনক। সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। চলাচলের একটি রাস্তার দাবিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধনও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রিপোর্ট : আ . / সা .সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ