ATN
শিরোনাম
  •  

পানি নিয়ে চরম ভোগান্তিতে ময়মনসিংহ নগরবাসী

         
পানি নিয়ে চরম ভোগান্তিতে ময়মনসিংহ নগরবাসী

পানি নিয়ে চরম ভোগান্তিতে ময়মনসিংহ নগরবাসী

ময়মনসিংহ সিটি করপোরেশনের সাপ্লাইয়ের পানি নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। পানির বিল নিয়মিত, অথচ নিয়মিত পানি মেলে না। যাও একটু পাওয়া যায়, তাও ময়লা, দুর্গন্ধযুক্ত, ব্যবহারের অযোগ্য।

ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনি। পানির জন্য অপেক্ষা। কখন আসবে পানি?

নিয়মিত বিল নেয় সিটি করপোরেশন। সার্বক্ষণিক পানি সরবরাহের কথা তাদের। কিন্তু মর্জিমাফিক আসে পানি তাও অল্প-স্বল্প সে পানিও কালচে ও দুর্গন্ধময়। মিশে থাকে ময়লা, কখনো পোকামাকড়ও পাওয়া যায়। ব্যবহারের অনুপযোগী সে পানি। অনেকেই চাপকল থেকে পানি সংগ্রহ করেন সংসারের কাজ সামলান। বাঁশবাড়ি কলোনির মতো ময়মনিংহহের অধিকাংশ এলাকাতেই নিত্য দিনের এমন দুর্ভোগ।

১৮৬৯ সালে গঠিত হয় ময়মনসিংহ পৌরসভা। ২০১৮ সালে উন্নীত হয় সিটি করপোরেশনে। তবে, শত বছরের পুরনো পানি সরবরাহ ব্যবস্থার মানসম্মত হয়নি। পরিস্থিতি বরং দিনকে দিন আরও নাজুক। বাসিন্দাদের অভিযোগের বিষয়টি স্বীকার করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষও। বলছে, সক্ষমতার সীমাবদ্ধতার কারণেই কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না তারা।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মজীদের তথ্যমতে, নগরীর ৩৩টি ওয়ার্ডের মধ্যে সংযোগ আছে মাত্র ১৬টিতে। গত অর্থবছরে পানি বিভাগের আয় দেড় কোটি টাকা আর ব্যয় প্রায় তিন কোটি টাকা। অর্থাৎ, ভর্তুকি দিয়েই চালাতে মসিক-এর পানি বিভাগ।

রিপোর্ট : সৈ . সি. / সৈ. সা

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ