নতুন ফল বা ফসল চাষের নেশা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের স্কুল শিক্ষক হারুন অর রশিদ মুছার।
বাংলাদেশে বাউকুল এবং ড্রাগনে প্রথম দিকের চাষী ছিলেন তিনি। এখন বাণিজ্যিকভাবে বিদেশি ফল অ্যাভোকাডোর চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। ৭ বিঘা জমিতে তার এই মহাঔষধি ফল চাষ। তিনি জানান, গাছ বড় হলে এক গাছ থেকেই লাখ টাকার ফল পাওয়া সম্ভব। তার এই সফলতায় অনেক মানুষ আগ্রহ প্রকাশ করছেন অ্যাভোকাডোর চাষের।
রিপোর্ট : আ . / সা . সি
বাংলাদেশে বাউকুল এবং ড্রাগনে প্রথম দিকের চাষী ছিলেন তিনি। এখন বাণিজ্যিকভাবে বিদেশি ফল অ্যাভোকাডোর চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। ৭ বিঘা জমিতে তার এই মহাঔষধি ফল চাষ। তিনি জানান, গাছ বড় হলে এক গাছ থেকেই লাখ টাকার ফল পাওয়া সম্ভব। তার এই সফলতায় অনেক মানুষ আগ্রহ প্রকাশ করছেন অ্যাভোকাডোর চাষের।
রিপোর্ট : আ . / সা . সি