ATN
শিরোনাম
  •  

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে হংকং চায়নার আতিথ্য নেবে বাংলাদেশ

         
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে হংকং চায়নার আতিথ্য নেবে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে হংকং চায়নার আতিথ্য নেবে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে হংকং চায়নার আতিথ্য নেবে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চান হাভিয়ের কাবরেরা ম্যাচে বাংলাদেশি দর্শকদের উপস্থিতি মিস করবেন জামাল ভূইয়া।

আজ কাই তাক স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে হারের পর কাগজে-কলমেই মূলত টিকে আছে বাংলাদেশের এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা। সেই ক্ষীণ আশাকে পুজি করে হংকং চায়নার বিপক্ষে ফিরতে ম্যাচে মাঠে নামছেন জামাল-হামজারা। হারানোর আর কিছুই নেই, তাই গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচে ভালো ফুটবল খেলে বাছাইপর্বে নিজেদের প্রথম জয়েই চোখ বাংলাদেশের।

হংকং চায়নায় তিন সেশন প্রস্তুতির সুযোগ পেয়েছেন হামজা-শমিতরা। সোমবার বাংলাদেশ শেষদিনের অনুশীলন করেছে ম্যাচের ভেন্যু কাই তাক স্পোর্টস পার্কে। কোচ মনে করছেন ম্যাচে নামার আগে এটিই যথেষ্ট যদিও কোচের কন্ঠে অনুশীলন মাঠ আর সেখানে পাওয়া সুযোগ সুবিধা নিয়েও আক্ষেপ স্পষ্ট।

এখানে অনুশীলন মাঠ খুব একটা ভালো ছিল তা বলবো না, তবে আমরা আমাদের প্রস্তুতি সারতে পেরেছি। সুযোগ সুবিধা আরো ভালো হতে পারতো তবে আমি জানি না তাদের কাছে ভালো বলতে আসলে কি বুঝায়।) ঘরের মাঠে বাংলাদেশের শুরুর একাদশ নিয়ে সমালোচনায় পড়তে হয়েছিল কোচ হাভিয়ের কাবরেরাকে। বদলি হিসেবে শমিত, ফাহমিদুল, জায়ানরা খেলেছেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। এ ম্যাচেও একই প্ল্যানে কাবরেরা আগান কিনা সেটি নিয়ে সন্দিহান সবাই। তবে নিজের পরিকল্পনায় আত্মবিশ্বাসী কাবরেরা।

আগের ম্যাচে শুরুর একাদশ দারুণ খেলেছে। প্রথমার্ধে আমরা তাদের চাপে রেখেছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা পিছিয়ে পড়েও আবার ম্যাচে ফিরেছিলাম। আমরা এমন পরিস্থিতিতে আবারো এটি করে দেখাতে চাই।)

গত ম্যাচে মাঠের খেলোয়াড়দের পাশাপাশি ঘরের মাঠের ২০ হাজার দর্শকের চাপটাও ছিল হংকং চায়নার বিপক্ষে। কাই তাক স্পোর্টস পার্কের ৫০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে জামাল-হামজারা মাঠে নামবেন সেই দর্শকদের ছাড়াই।

দুই জয়ে গ্রুপের শীর্ষে থাকা হংকং চায়না এ ম্যাচে জয় দিয়েই মূলপর্বের জন্য নিজেদের জায়গাটা পোক্ত করতে চায়। র‍্যাঙ্কিং, ঘরের মাঠের সুবিধা সবই তাদের পক্ষে। তারপরও আপাতত জয় ছাড়া কিছুই ভাবছে না জামাল-হামজারা। ঘরের মাঠে হারের প্রতিশোধ নিয়েই হংকং চায়না থেকে ফিরতে চায় লাল-সবুজের দল।

রিপোর্ট : আ . / সা . সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ