ATN
শিরোনাম
  •  

মানিকগঞ্জে এক দিনে ৫ জনের মরদেহ উদ্ধার

         
মানিকগঞ্জে এক দিনে ৫ জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে এক দিনে ৫ জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে এক দিনে নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর, ঘিওর, সিংগাইর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সদর থানা পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন এক মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম জানান, নিহতের সাবেক স্ত্রী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ ও বাড়ির মালিকসহ আশপাশের মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ঘিওর থানা পুলিশ জানায়, আজ সকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকা সোনা মিয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনা মিয়া ঘিওরের সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার মৃত হযরত আলীর ছেলে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর ইসলাম জানান, সোনা মিয়া তার বোনের বাড়িতে বেড়াতে যান এবং রোববার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরপর সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত সোনা মিয়ার স্ত্রী জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন ।

অপরদিকে, আজ সকালে সিংগাইর উপজেলায় বিষপানে রোজিনা (৩২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রোজিনা আক্তার সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের দেউলি এলাকার আয়নাল মিয়ার স্ত্রী।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম জানান, রোববার দিবাগত রাতে দেউলি এলাকার রোজিনা আক্তার বিষপান করেন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে রাতেই তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া, সাটুরিয়া উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) এক শ্রমিক নিহত হয়েছেন।

নিহত রাসেল মাহমুদ জামালপুর সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মিসিউক্যালসের কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, রোবাবর ইনসেপ্টা ফার্মিসিউক্যালসের কারখানায় কাজ করার সময় শ্রমিক রাসেল মাহমুদের ওপর ছাদ থেকে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে এবং তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ