ATN
শিরোনাম
  •  

চুক্তি অনিশ্চয়তায় ভিনিসিয়াস, বিকল্প হিসেবে হালান্ডকে চায় রিয়াল মাদ্রিদ

         
চুক্তি অনিশ্চয়তায় ভিনিসিয়াস, বিকল্প হিসেবে হালান্ডকে চায় রিয়াল মাদ্রিদ

চুক্তি অনিশ্চয়তায় ভিনিসিয়াস, বিকল্প হিসেবে হালান্ডকে চায় রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদে নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তায় আছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। বেতন-ভাতা নিয়ে সমঝোতায় না পৌঁছানোয় এখন পর্যন্ত চুক্তি নবায়ন হয়নি তার সঙ্গে।

মাদ্রিদের শীর্ষ সংবাদমাধ্যমগুলোর দাবি, ভিনিসিয়াস ক্লাবের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করেছেন। তবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ সেই প্রস্তাবে রাজি নয়। ফলে দুই পক্ষের আলোচনা স্থবির হয়ে পড়েছে।

বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়ালের সঙ্গে বাঁধা ভিনি। কিন্তু ক্লাব সূত্রে জানা গেছে, চলতি মৌসুম শেষে চুক্তি নবায়ন না করলে তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারে ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড।

এদিকে ভিনির সম্ভাব্য বিকল্প নিয়েও ভাবনা শুরু করেছে রিয়াল। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রধান পছন্দ ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড।

রিয়াল চাইছে, এমবাপ্পে ও হালান্ডকে একসঙ্গে গ্যালাকটিকো জার্সিতে দেখা যাক-যেখানে এমবাপ্পে খেলবেন তার স্বাচ্ছন্দ্যের পজিশন লেফট উইঙ্গে, আর স্ট্রাইকার পজিশনে থাকবেন হালান্ড। বর্তমানে এমবাপ্পে রিয়ালে নাম্বার নাইন হিসেবে খেলছেন, যা তার পছন্দের জায়গা নয়।

ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে রিয়ালের ভেতরে এখন চলছে নানা জল্পনা। চুক্তি নবায়ন না হলে, হয়তো শিগগিরই শেষ হতে পারে রিয়াল-ভিনি যুগ।

রিপোর্ট : এটিএন নিউজ / জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ