ATN
শিরোনাম
  •  

বিদেশ যেতে আদালতে বসুন্ধরা চেয়ারম্যান পরিবার

         
বিদেশ যেতে আদালতে বসুন্ধরা চেয়ারম্যান পরিবার

বিদেশ যেতে আদালতে বসুন্ধরা চেয়ারম্যান পরিবার

দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের পাঁচ সদস্য বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে তাদের আইনজীবীরা এই আবেদন দাখিল করেন।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন- আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, ছেলে সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান, এবং আরও দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান।

বিচারক সাব্বির ফয়েজ শুনানি গ্রহণ করেন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খোরশেদ আলম। তার সঙ্গে ছিলেন ফোরামের সদস্যসচিব নিহার হোসেন ফারুকসহ কয়েকজন বিএনপিপন্থী আইনজীবী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আবেদনের বিরোধিতা করেন প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। শুনানি শেষে আদালত দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে বিদেশ যাত্রা সংক্রান্ত প্রতিবেদন তলব করেন এবং আগামী ২৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী, তিন ছেলে ও তাদের স্ত্রীসহ মোট আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

দুদকের অনুসন্ধানে জানা যায়, তাদের বিরুদ্ধে অর্থপাচার, রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এ কারণেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এর আগে ২০২৩ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বসুন্ধরা পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয়।

রিপোর্ট : এটিএন নিউজ / জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ