ঢাকার কেরানীগঞ্জে ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা কনফারেন্স সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া ও উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্মকর্তা রাশেদ খান। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিণাত ফৌজিয়া।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল সাত্তার বেক, উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সকল দপ্তরের উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা কনফারেন্স সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া ও উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্মকর্তা রাশেদ খান। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিণাত ফৌজিয়া।
এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল সাত্তার বেক, উপজেলা কৃষি অফিসার মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সকল দপ্তরের উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স