ATN
শিরোনাম
  •  

তিন দফা দাবিতে শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

         
তিন দফা দাবিতে শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

তিন দফা দাবিতে শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে এবং গতকালের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের আক্রমণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকেরা।

আজ সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী। প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরে যাবেন না বলে জানান আন্দোলনরত শিক্ষকেরা।

তারা বলেন, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবি ছাড়াও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করতে হবে।

রিপোর্ট : ম. ক/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ