ATN
শিরোনাম
  •  

সাপে কাটায় প্রাণ গেলো ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থীর

         
সাপে কাটায় প্রাণ গেলো ঝিনাইদহ পলিটেকনিক শিক্ষার্থীর

সাপে কাটায় প্রাণ গেলো ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হৃদয় হোসেনকে সাপে কাটলে আজ সোমবার তার মৃত্যু হয়েছে। রোববার রাতে শিক্ষার্থীর নিজ বাড়ি ঝিনাইদহ শৈলকুপার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হৃদয় আউশিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, রোববার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থী হৃদয় হোসেনকে সাপে কাটে। ওই সময় সাথে সাথে সাপটিকে আটক করে পরিবারের লোকজন। এরপর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে এন্টি ভেনোম প্রয়োগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে আজ সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

হৃদয় হোসেনের বন্ধু ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অপর শিক্ষার্থী সৌরভ হোসেন বলেন, হৃদয় ভালো মনের মানুষ ও মেধাবী ছিল। সহজেই সবাইকে আপন করে নিতো এবং সবার সাথে মিশতে পারতো। কিন্তু এভাবে হৃদয়ের মৃত্যু হবে তা কখনো আমরা ভাবতে পারিনি।

হৃদয় হোসেনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন শৈলকুপা থানার ওসি মাসুম খাঁন।

রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ