ATN
শিরোনাম
  •  

ভোমরা স্থলবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ

         
ভোমরা স্থলবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ

ভোমরা স্থলবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ

সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড় ও থ্রিপিস আটক করেছে বিজিবি। ভারতীয় ১টি ও বাংলাদেশি দুটি ট্রাকে করে ঘোষণাবহির্ভূত এসব পণ্য আনা হচ্ছিলো।

রোববার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে, ভারতীয় শাড়ি, কাপড় ও থ্রিপিস জব্দ করে সাতক্ষীরার ভোমরা-৩৩ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণ শেষে, বিস্তারিত আজ সোমবার জানানো হবে। যশোরের জেবা এন্টারপ্রাইজের নামে ট্রাকগুলো স্থলবন্দরে প্রবেশ করে বলে জানা গেছে।

রিপোর্ট : অ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ